বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০১৮

ফারুকের নির্বাচনী প্রচারে অংশ নিলেন তারকারা

বাঁ থেকে ইমন, এসডি রুবেল, রিয়াজ, নিপুন ও সাইমন সংগৃহীত ছবি


আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন করছেন চিত্রনায়ক-মুক্তিযোদ্ধা ফারুক। তার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে এবং ফারুকের জন্য ভোট চাইতে গতকাল বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর বনানী কাঁচাবাজার আওয়ামী লীগ পার্টি অফিসে চলচ্চিত্রের তারকারা উপস্থিত হয়েছিলেন।

বেলা ১১টা ১০ মিনিটে পার্টি অফিসে পৌঁছান নায়ক ফারুক। এরপর তারকাদের নিয়ে ট্রাকে চড়ে তিনি গুলশান থেকে গুলশানের আশপাশে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এর আগে চলচ্চিত্রের অনেক তারকাই ফারুকের নির্বাচনী প্রচারণায় অংশ নিলেও এবারই প্রথম তার নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন ‘চাঁদনী’ সিনেমাখ্যাত নায়িকা শাবনাজ।

এ ছাড়া গতকাল ফারুকের আহ্বানে যেসব তারকা তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন তারা হলেন দিলারা, অঞ্জনা, নিপুণ, শহীদুল আলম সাচ্চু, ড্যানি সিডাক, রিয়াজ, ফেরদৌস, ইমন, এসডি রুবেল, সাইমন, জায়েদ, রত্না, মাহিয়া মাহি, বিপাশা কবির, জয়, নির্মাতা এসএ হক অলিকসহ অনেকে।

নিপুণ বলেন, ‘ফারুক ভাই আমাদের চলচ্চিত্র পরিবারের অভিভাবক। তাই আমরা তার পক্ষ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছি। আমরা মনেপ্রাণে চাই আগামী নির্বাচণে যেন সবাই ফারুক ভাইকে ভোট দিয়ে বিজয়ী করেন। আমাদের বিশ্বাস, তিনি সাধারণ মানুষের পাশাপাশি আমাদের চলচ্চিত্রের জন্য নিশ্চয়ই নিবেদিত হয়ে কাজ করবেন।’

নির্বাচনী প্রচারণায় ফারুক বলেন, ‘অনেক কষ্টে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। তার উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এবং বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে রাখতে সবাই যেন আওয়ামী লীগকে আবার বিজয়ী করেন এই প্রত্যাশাই থাকবে। আমি আপনাদের ভোটে বিজয়ী হয়ে আপনাদের জন্যই নিজেকে নিবেদিত করতে চাই।’ 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১