আপডেট : ২৬ December ২০১৮
বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল এক নক্ষত্রের নাম অ্যান্ড্রু কিশোর। বরাবরের মতো গতকাল ঢাকাতেই বড়দিনের উৎসব পালন করেছেন এই প্লেব্যাক সম্রাট। বড়দিন আর বড়দের নেই বলে মন্তব্য করেন অ্যান্ড্রু কিশোর। গতকাল বলেন, বড়দিন এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের মতো বড়দের। এখন কেবল সন্তানদের আনন্দ দেখেই দিনটা কেটে যায়। প্রতিবার ঢাকাতেই বড়দিনের উৎসব পালন করা হয়। এবারো তাই করছি। আমি সব সময় পরিবারের সঙ্গেই বড়দিনদটা কাটাতে চেষ্টা করি। পরিবারের সদস্যদের সঙ্গে বড়দিন কাটানোর আনন্দটাই আলাদা। শৈশবে বড়দিনের সময় আরো বেশি মজা হতো। তবে কমব্যস্ততা এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এখন আনন্দটা অনেকটা কমে গেছে। শৈশবের বড়দিনের স্মৃতি রোমন্থন করতে গিয়ে কিছুটা আনমনা হয়ে পড়েন। বলেন, ছোটবেলায় সারা বছর অপেক্ষা করতাম এই দিনটার জন্য। বড়দিনে বিভিন্ন ধরনের উৎসবে মেতে থাকতাম। রাজশাহীর চণ্ডীপুরে কেটেছে আমার স্কুল-কলেজের দিনগুলো। সেখানে আমাদের বয়সী কিশোরদের একটা দল মিলে বড়দিনের আগের সন্ধ্যায় পাড়ায় বেড়াতে বেরুতাম। বাড়ি বাড়ি গিয়ে ‘ক্রিসমাস ক্যারল’ (যিশুর আগমনী বার্তা বা কীর্তন) গাইতাম আমরা। নেচে-গেয়ে ভোররাত পর্যন্ত এক বাড়ি থেকে আরেক বাড়ি যেতাম। এই সময় বাড়ির লোকজন আমাদের শুভেচ্ছাস্বরূপ বিভিন্ন ধরনের খাবার ও অর্থ দিত। সারা রাত নাচ-গানের পর বাসায় ফিরে ঘুমানোর আগেই আবার ব্যস্ত হতাম চার্চে যাওয়ার জন্য। নতুন পোশাক পরে ঘোরাফেরা আর চার্চে যাওয়ার মজাই ছিল আলাদা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১