বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০১৮

বাবা হত্যার বিচার  নিশ্চিতে ধানের শীষে ভোট চান রেজা কিবরিয়া

রেজা কিবরিয়া ছবি : সংগৃহীত


হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়া বলেছেন, আমার বাবা সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ২০০৫ সালে হবিগঞ্জের বৈদ্যেরবাজারে জনসভা করতে এসে গ্রেনেড হামলায় নিহত হন। ঘটনার ১৩ বছর পার হলেও আমরা তার হত্যাকাণ্ডের সুবিচার পাইনি। আমি আমার পিতা হত্যার সুবিচার নিশ্চিত করা এবং আমার বাবার স্বপ্নের বাহুবল-নবীগঞ্জ গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনে নেমেছি। আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে আমি বাহুবল-নবীগঞ্জকে শান্তি-সমৃদ্ধির জনপদে পরিণত করব। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় বাহুবল উপজেলা সদরে গণসংযোগকালে সমবেত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

এর আগে দুপুর আড়াইটায় বাহুবল উপজেলার উত্তর প্রান্ত কল্যাণপুর থেকে দক্ষিণ প্রান্ত লস্করপুর পর্যন্ত গণসংযোগ করেন রেজা কিবরিয়া। তিনি প্রতিটি বাজারে কিছু সময় হেঁটে এবং হুডখোলা গাড়িতে চড়ে সমবেত জনতাকে সালাম ও শুভেচ্ছা জানান। এ সময় শত শত লোকজনকে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দাঁড়িয়ে তার সালাম গ্রহণ করতে দেখা যায়। প্রচারণায় স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের তার পাশে দেখা না গেলেও প্রচুর জনসাধারণ তার গণসংযোগে অংশ নেন।

তিনি বলেন, আমার দাদার বাড়ি নবীগঞ্জ উপজেলায় হলেও আমার দাদির পিত্রালয় বাহুবল উপজেলায়। সে হিসেবে দুই উপজেলার সঙ্গে আমার নাড়ির সম্পর্ক আছে। আমার পিতা তার জীবদ্দশায় এ আসন থেকে নির্বাচন করে এমপি হয়ে অত্র এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করার চেষ্টা করলেও সফল হতে পারেননি। আমি তার ইচ্ছে পূরণ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছি। আমার বিশ্বাস, আপনারা আমার পিতার স্বপ্ন পূরণে আমাকে সহায়তা করবেন।

রেজা কিবরিয়া আরো বলেন, এটা স্বাভাবিক নির্বাচন নয়, দেশ বাঁচানোর নির্বাচন, খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করার নির্বাচন। এটা গণতন্ত্র উদ্ধারের নির্বাচন। আপনারা ভয় পাবেন না। আপনারা নির্ভয়ে ঘর ছেড়ে বের হয়ে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করুন। সারা দেশে ধানের শীষের জোয়ার উঠেছে। ঐক্যফ্রন্ট বিজয়ী হলে আগামী পাঁচ বছরে পঞ্চাশ বছরের উন্নয়ন হবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১