বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৮

এলেঙ্গা প্রেসক্লাবের নতুন কমিটি: দাশ পবিত্র সভাপতি মিল্টন সম্পাদক

দৈনিক সংবাদের কালিহাতী প্রতিনিধি দাশ পবিত্র ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার কালিহাতী প্রতিনিধি মুশফিকুর রহমান মিল্টন প্রতিনিধির পাঠানো ছবি


টাঙ্গাইলের এলেঙ্গা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দৈনিক সংবাদের কালিহাতী প্রতিনিধি দাশ পবিত্রকে সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার কালিহাতী প্রতিনিধি এবং আজকের দেশবাসীর স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমান মিল্টনকে সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে।

আজ মঙ্গলবার কালিহাতী উপজেলা বাকশিসের সাধারণ সম্পাদক বাবর আলী তালুকদার, হাজী আবু হাশেম বিএম কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, প্রভাষক কামাল হোসেন ও প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে এলেঙ্গা প্রেসক্লাব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-  দৈনিক জনতার বাংলার জেলা প্রতিনিধি মাসুদুর রহমান মিলন সহ-সভাপতি,  দৈনিক প্রকৃতির সংবাদ ও কালের স্রোতের প্রতিনিধি মোজাফর আহমেদ সহ-সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি নাছির উদ্দিন সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের আলোর প্রতিনিধি রাকিব হাসান হৃদয় দপ্তর সম্পাদক, দৈনিক সমতলের প্রতিনিধি মাহফুজুর রহমান মামুন অর্থ-সম্পাদক, দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি আশিকুর রহমান প্রচার ও প্রকাশনা সম্পাদক।

কার্যকরি সদস্যরা হলেন, দৈনিক সংবাদ সংযোগের প্রতিনিধি কামরুল হাসান, অপরাধ তথ্যচিত্রের প্রতিনিধি সুমন চন্দ্র ঘোষ ও নিউজ টুডের প্রতিনিধি আজিজুল হক জুয়েল।

 

সদস্য হিসেবে আছেন- রমজান আলী, সোবহান তালুকদার শুভ, আবু সায়েম, মাজহারুল ইসলাম কুয়াশা, ফাইজুল ইসলাম অনিক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১