বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৮

কুমিল্লায় গোমতীর পাড় থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কুমিল্লায় অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ছবি : সংগৃহীত


কুমিল্লায় গোমতী নদীর পাড় থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার জেলার দেবিদ্বার উপজেলার ভিরাল্লাচর গোমতী নদীর বেড়িবাধের ভিতর অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে পুলিশ। দেবিদ্বার ও বি-পাড়ার সার্কেল শেখ মো. সেলিম জানান, অজ্ঞাত যুবকের এখনও কোন পরিচয় মিলেনি। তবে ধারণা করা হয়েছে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। শরীরে গুলিবিদ্ধের চিহ্ন রয়েছে।

তিনি জানান, দেবিদ্বার উপজেলার ভিরাল্লাচর গোমতী নদীর পাড়ে সকালে ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে সংবাদ দিলে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলি। ময়নাতদন্ত করার জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়। তার পরনে ছিল গোলাপী চেকশার্ট ও জিংস প্যান্ট।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১