আপডেট : ২৫ December ২০১৮
পরিবেশ দূষণের সমস্যা উত্তর মেরু এলাকার সমুদ্রের নিচেও পৌঁছে গেছে। মাইক্রোপ্লাস্টিকের কণা মাছের শরীরে প্রবেশ করে মানুষের খাদ্য শৃঙ্খলেও প্রবেশ করছে। গবেষকরা তথ্য সংগ্রহ করে এ বিষয়ে সচেতনতা বাড়াতে চাইছেন। সম্প্রতি গবেষকরা উত্তর মেরুর তুষারের নিচে অভিনব জীববৈচিত্র্য আবিষ্কার করেছে। সেখানে ছোট চিংড়ির পাশাপাশি সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে প্রবালও পাওয়া গেছে। কিন্তু সেই পরিবেশ বিশাল হুমকির মুখে রয়েছে। জার্মানির আলফ্রেড-ভেগেনার ইনস্টিটিউটের এক গবেষক দল সেই এলাকার কিছুটা দক্ষিণে প্লাস্টিক জঞ্ঝাল ও অন্যান্য আবর্জনার ছবি তুলেছেন। গত ১৫ বছর ধরে মেলানি বার্গমান মেরু এলাকার সমুদ্রে আবর্জনার দিকে নজর রাখছেন। মেলানি ও তার সহকর্মীরা প্রায় প্রতি বছরই সেখানে যান। ওশেন ফ্লোর অবজারভেশন সিস্টেম কাজে লাগিয়ে তারা সমুদ্রের তলদেশের ছবি তোলেন। লম্বা এক তারের মাধ্যমে তলদেশ থেকে এক মিটার উচ্চতায় ক্যামেরা চালিয়ে পুরো সময় জুড়ে উঁচুমানের ছবি তোলা। ছবি : পিকচার অ্যালায়েন্স
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১