বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৮

হাতপাখায় ভোট ও দোয়া চেয়েছেন ইসলামী আন্দোলন মালয়েশিয়া শাখা

আদর্শ,সুখী সমৃদ্ধ কল্যানকর রাষ্ট্র গঠনের নিমিত্তে কুয়ালালামপুরের হোটেল মেট্রোতে হাতপাখা জন্য ভোট চেয়ে দোয়া মাহফিল এবং নির্বাচনী প্রচারনা সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখা। ছবি : বাংলাদেশের খবর


আশরাফুল মামুন

আদর্শ,সুখী সমৃদ্ধ কল্যানকর রাষ্ট্র গঠনের নিমিত্তে স্বাধীনতার ৪৭ বছর আমাদের প্রাপ্তি শীর্ষক সেমিনার ও হাতপাখায় ভোট চেয়ে দোয়া মাহফিল এবং নির্বাচনী প্রচারনা সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখা।

গত রবিবার সকালে কুয়ালালামপুরের হোটেল মেট্রোতে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন, হাফেজ হাবিবুর রহমান, মুফতি ওমর ফারুক, তারা মিয়া, মোঃ রুবেল হোসেন, মাওলানা তাওহীদ, সাহাবুদ্দীন আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশে দ্বীন ইসলামের শাসন কায়েম ও স্বাধীনতার প্রকৃত আদর্শ বাস্তবায়নে হাত পাখায় ভোটদিন এবং নেতা নয় নীতির পরিবর্তন চাই - পীর সাহেব চরমোনাই। উক্ত সভায় মুজাহিদুর রহমান মাসুম ও হাফেজ ইসমাঈল হোসেন ভূইয়ার যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাওলানা মোঃ মাসুদুর রহমান। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির আহবায়ক মুফতি আমিরুল ইসলাম। এছাড়াও উক্ত সভায় বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতা কর্মী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১