আপডেট : ২৫ December ২০১৮
মেক্সিকোর পুয়েবলা রাজ্যের গভর্নর ও তার স্বামী সিনেটর ও সাবেক গভর্নর সোমবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট সূত্রে এ খবর জানয়েছে এএফপি। প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর টুইটারে দেয়া এক বার্তায় বলেন, ‘আমি সিনেটর রাফায়েল মোরেনো ভ্যালি ও তার স্ত্রী পুয়েবলার গভর্নর মার্থা এরিকা এ্যালোনসো’র মৃত্যুতে তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।’ স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, এই দুর্ঘটনায় হেলিকপ্টারের পাইলটসহ আরেক ব্যক্তিও নিহত হয়েছেন। স্থানীয় সংবিধান অনুযায়ী, রাজ্যের বিধান সভাকে এখন অন্তর্বর্তীকালীন একজন গভর্নরকে নিয়োগ দিয়ে তিন থেকে পাঁচ মাসের মধ্যে অবশ্যই নির্বাচনের আহ্বান করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১