বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৮

নৃত্যানুষ্ঠান ‘আজি শুভদিনে’


বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে দুরন্ত টেলিভিশন। আগামীকাল বিকাল ৫টায় প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আজি শুভদিনে’। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তোফায়েল সরকার। এতে নৃত্য পরিবেশন করবে নৃত্য সংগঠন ‘কল্পতরু’র নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাম শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রয়সহ আরো অনেকে।

অনুষ্ঠানটি সম্পর্কে তোফায়েল সরকার বলেন, ‘দর্শকের চাহিদার ভিত্তিতে বিভিন্ন দিবসে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে থাকে দুরন্ত টেলিভিশন। তারই ধারাবাহিকতায় বড়দিন উপলক্ষে এ নৃত্যানুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। আশা করি এবারের বড়দিনে শিশুদের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে আমাদের এ নৃত্যানুষ্ঠানটি।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১