বাংলাদেশের খবর

আপডেট : ২৫ December ২০১৮

‘পটাকা’ দিয়ে বর্ষবরণ


দুই বাংলার পরিচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। নতুন ইংরেজি বছরকে স্বাগত জানাবেন তার গাওয়া ‘পটাকা’ গানের মাধ্যমে। কলকাতায় ‘হাসতা লা ভিসতা’ শিরোনামের একটি পার্টিতে অংশ নেবেন তিনি। গতকাল বাংলাদেশের খবরের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন নুসরাত ফারিয়া।

জানা গেছে, থার্টিফার্স্ট উপলক্ষে কলকাতা শহরের কুলিজপাড়ার দুর্গাভাসানে অনুষ্ঠিত হবে এ ‘হাসতা লা ভিসতা’। পুরনো ইংরেজি বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য এই আয়োজন। এতে অংশ নিতে ২৯ ডিসেম্বর কলকাতা যাবেন ফারিয়া।

তিনি বলেন, ‘আয়োজনে টলিউড ও বলিউডের অনেক তারকা থাকবেন। চলচ্চিত্রের বিভিন্ন গানের সঙ্গে আমার পারফরম থাকবে। ৩১ ডিসেম্বর রাত ১১টা ৩০ মিনিটে মঞ্চে উঠব আমি। পটাকা গানের মাধ্যমে রাত ১২টা ১ মিনিটে ফায়ার ওয়ার্ক দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হবে।’

থার্টিফার্স্টের আয়োজন এবং ব্যক্তিগত কিছু কাজ সেরে ২ জানুয়ারি দেশে ফিরবেন ফারিয়া। দেশে ফিরে নতুন বছরের বিভিন্ন পরিকল্পনা সারবেন তিনি। আলাপকালে এমনটাই জানিয়েছেন নুসরাত ফারিয়া। এদিকে শাকিব খানের বিপরীতে ‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করেছেন এ অভিনেত্রী। এরই মধ্যে ছবির মূল অংশের চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। বাকি আছে গানের দৃশ্যধারণ। সংসদ নির্বাচন শেষে গানের দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানান ফারিয়া। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনী। ছবিতে নুসরাত ফারিয়া ও শাকিব খানের সঙ্গে দেখা যাবে নবাগত রোদেলা জান্নাতকেও। এছাড়া একটি মুঠোফোন প্রতিষ্ঠানে বিজ্ঞাপনে শাকিব খানের সঙ্গে প্রথমবার অংশ নিয়েছেন নুসরাত ফারিয়া। আদনান আল রাজীবের নির্দেশনায় নির্মিত বিজ্ঞাপনটি দেশি বিভিন্ন টেলিভিশনে প্রচার শুরু হয়েছে অনেক আগেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১