আপডেট : ২৫ December ২০১৮
চাঁদপুরে ১৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের জন্য জুলস্ পাওয়ার লিমিটেডের (জেপিএল) সঙ্গে সমঝোতা চুক্তি সই করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সেখানে প্রতিষ্ঠানটি ১০০ মেগাওয়াটের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করবে। গতকাল সোমবার বেজার কার্যালয়ে এ সমঝোতা চুক্তি সই হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী এবং জেপিএলের ব্যবস্থাপনা পরিচালক নূহের লতিফ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। প্রকল্পটি বাস্তবায়িত হলে এটিই হবে দেশের সর্বপ্রথম নবায়নযোগ্য সোলার আইপিপি (ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার) প্রকল্প। চুক্তি অনুযায়ী, জেপিএল’কে চাঁদপুর অর্থনৈতিক অঞ্চলে ৫০০ একর জমি বরাদ্দ দেওয়া হবে। সেখানে একটি মাল্টিপারপাস জেটি এবং ৩৭ কিলোমিটার বিস্তৃত ১৩২ কেভির একটি ট্রান্সমিশন লাইন স্থাপন হবে। জেপিএল’র ব্যবস্থাপনা পরিচালক নূহের লতিফ খান বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। বেজার পক্ষ হতে এ ধরনের সহযোগিতা আমাদের দেশে শিল্প-কারখানা ও ব্যক্তি পর্যায়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সরকার প্রদত্ত পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টস (পিপিএ) এবং ইমপ্লিমেনটেশন অ্যাগ্রিমেন্ট (আইএ)-থাকার কারণে এ খাতে বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা অধিক, যে কারণে এ খাতে নতুন নতুন বিনিয়োগে উদ্যোক্তারা আগ্রহী হচ্ছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১