বাংলাদেশের খবর

আপডেট : ২৪ December ২০১৮

ভেড়ামারায় অ‌ভিযাত্রী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অ‌ভিযাত্রী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ছবি : বাংলাদেশের খবর


কুষ্টিয়ার ভেড়ামারা হাইস্কুল মা‌ঠে আজ সোমবার বিকালে শীতার্ত দ‌রিদ্র মানু‌ষের মানু‌ষের মা‌ঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ ক‌রেন এক‌টি তরুণ সংগঠন "অ‌ভিযাত্রী"। দুইশত মানু‌ষের মা‌ঝে সো‌য়েটার, জ্যা‌কেট, চাদর এবং কম্বল বিতরণ করেন অ‌ভিযাত্রী সদস্যরা। উপস্থিত ছিলেন উপ‌জেলা র্নিবা‌হী অ‌ফিসার সো‌হেল মারুফ, ভেড়ামারা ম‌ডেল হাইস্কু‌লের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা প্রেসক্লা‌বের সভাপ‌তি জাহাঙ্গীর হোসেন জু‌য়েল।

তারুণ্যের এই আ‌য়োজ‌নে ছি‌লো ছোট প‌রিস‌রে পরিচ্ছন্নতার ডাক। শহ‌রের বি‌ভিন্নস্থা‌নে ডাস্ট‌বিন স্থাপন এবং প‌রিচ্ছন্নতায় ধারাবা‌হিকতার ই‌ঙ্গিত প্রচার কর‌ছে তারা। তারা তা‌দের প্রয়াত সহ‌যোদ্ধা দূর্জয় এবং সৃজ‌নের জন্য দোয়া চে‌য়ে‌ছে। সক‌লের ত্যাগ এবং আন্ত‌রিকতার প্র‌তি ভালাবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন ক‌রে‌ছে। তা‌দের মূল লক্ষ্য অনুযায়ী ভেড়ামারা ও  আ‌শেপা‌শের 'প্রকৃত শীতার্ত' মানু‌ষের মা‌ঝে শীতবস্ত্র পৌঁ‌ছে দেওয়া। জীব‌নের জমা‌নো অর্থ দিয়ে তারা এই শীতবস্ত্রের যোগান দিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১