বাংলাদেশের খবর

আপডেট : ২৪ December ২০১৮

কুমিল্লায় ডিবি পুলিশ পরিচয়ে দুই জামায়াত নেতাকে অপহরন

মানচিত্রে কুমিল্লা সংগৃহীত ছবি


কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রার্থী জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রধান নির্বাচনী এজেন্টসহ দুই জামায়াত নেতাকে আটক করেছে সাদা পোশাকধারী পুলিশ। আজ সোমবার দুপুরে কুমিল্লা নগরীর ফৌজদারি এলাকা থেকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান প্রার্থী আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি জানান, ‘কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষের নেতাকর্মীদের বাড়িতে হামলা, প্রচারণায় বাধা, নেতাকর্মীদের মারধর, মিথ্যা মামলা এবং পুলিশি হয়রানিসহ একাধিক অভিযোগপত্র জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল ফজল মীরের বরাবর জমা দেন। অভিযোগগুলো জমা দিয়ে জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে আদালত যাওয়ার পথে প্রধান নির্বাচনী এজেন্ট ও জামায়াত নেতা অ্যাডভোকেট মো. শাহাজান এবং অ্যাডভোকেট বদিউল আলম সুজনকে সাদা পোশাকধারী কয়েকজন পুলিশ গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আমরা তাদের সন্ধান চাই’।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি নাছির উদ্দিন মৃধা জানান, ‘এ ধরনের কোনো ব্যক্তিকে তারা আটক করেনি’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১