বাংলাদেশের খবর

আপডেট : ২৪ December ২০১৮

টঙ্গিবাড়িতে মিজান সিনহার গাড়ীতে হামলা

আ.লীগ ক্যাম্পে আগুনের অভিযোগ

হামলায় ক্ষতিগ্রস্ত মিজান সিনহার গাড়ি ছবি : বাংলাদেশের খবর


মুন্সীগঞ্জে-২ আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান সিনহার গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিজানুর রহমান সিনহাসহ তার চার কর্মচারী আহত হয়েছেন। আজ রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা থেকে গ্রামের বাড়ি লৌহজং যাওয়ার পথে টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার পর গুরুতর আহত মিজান সিনহাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতাল ভর্তি করা হয়। আহত সোলাইমান, আব্দুল মতিন, স্বপনকে  ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক বলেন, ‘একই দিন রাতে উপজেলার শিমুলিয়া, মুটুকপুর, চিত্রকরা, তৈলকাই ও দরজারপাড় আওয়ামী লীগের ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে মিজানুর রহমান সিহনহার গাড়িতে কারা হামলা করেছেন তা বলতে পারব না। তাদের নিজেদের অন্ত: কোন্দলের কারণে এর আগে ও নিজেদের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে সংঘর্ষ বেধেছিল’।

এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, ‘আজ রোবার রাত ১২টায় কয়েকটি মোটরসাইকেল ও একটি পিকআপ যোগে ধানের শীষ স্লোগান দিয়ে উপজেলার কয়েকটি আওয়ামী লীগ ক্যাম্পে আগুন দেওয়া ঘটনার কথা শুনেছি। অপর দিকে রাত সাড়ে ১২টায় মিজান সিনহা গাড়িবহন নিয়ে স্লোগান দিতে দিতে নিজ এলাকায় ফিরছিলেন। উত্তেজিত জনতা গাড়ি থামাতে বললে গাড়ী না থামালে গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে শুনেছ ‘।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১