বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০১৮

হাইকোর্ট চত্বরে মাজারের গ্রিল কেটে ১১টি সিন্দুক থেকে টাকা চুরি করা হয়েছে।

মাজারের সিন্দুক ছবি : বাংলাদেশের খবর


ঢাকা: ২৩ ডিসেম্বর

বিশেষ প্রতিনিধি :
হাইকোর্ট চত্বরে মাজারের গ্রিল কেটে ১১টি সিন্দুক থেকে টাকা চুরি করা হয়েছে।  শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। তবে কত টাকা খোয়া গেছে তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি পুলিশ।

শাহবাগ থানা সূত্র জানায়, টাকা চুরির ঘটনার পর আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে শাহবাগ থানা-পুলিশ। এ সময় সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মিনারা বাংলাদেশের খববর কে বলেন, হাইকোর্ট মাজারের একটি কক্ষে রাখা ১১টি সিন্দুকের তালা ভেঙে দানের টাকা চুরি হয়েছে। প্রতি ১৫ দিন অথবা এক মাস পর পর ওই সিন্দুক খোলা হতো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১