আপডেট : ২৩ December ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫টি আসনে জামায়াত নেতাদের প্রার্থিতা বহালের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ইসির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, ‘আইনগতভাবে প্রার্থিতা বাতিলের এখতিয়ার নেই ইসির।’ জামায়াত নেতাদের ২২ জন বিএনপির ধানের শীষ প্রতীক এবং অন্য তিনজন স্বতন্ত্রভাবে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে, গত ১৮ ডিসেম্বর তিন কার্যদিবসের মধ্যে জামায়াতে ইসলামীর ২৫ জন সদস্যের প্রার্থিতা বাতিলের জন্য করা আবেদনের নিষ্পত্তি করতে নির্দেশ দেয় হাইকোর্ট। নির্বাচনে ওই প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করেন চার ব্যক্তি। উল্লেখ, হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট নির্বাচন কমিশন থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করে রায় দেয়। এরপর ইসি চলতি বছরের ২৯ নভেম্বর চূড়ান্তভাবে নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১