আপডেট : ২৩ December ২০১৮
পাবনার সাঁথিয়ায় শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে ফুটপাথের পুরাতন শীতের কাপড়ের দোকানে । সকাল থেকে রাত পর্যন্ত চলছে তাদের বেচাকেনা। বিশেষ করে নারী,শিশু ও বয়স্কদের কাপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। দোকানে ক্রেতাদের ভিড় বাড়ায় বিক্রেতারাও খুশি। উপজেলার সবচেয়ে বড় পুরাতন কাপড়ের দোকান রয়েছে করমজা চতুর বাজারে।এখানে প্রায় অর্ধশতাধিক দোকান রয়েছে।এই দোকান গুলোতে শীতের শুরুতেই প্রচুর শীতের পুরাতন কাপড় আনা হয়েছে। মৌসুমের শুরুতে তেমন শীত না থাকায় চিন্তিত ছিল ব্যবসায়ীরা।তবে হঠাৎ নি¤œচাপের কারণে সারা দেশে বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা বাড়ায় এসব দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। এই সুযোগে বুঝে চরা দাম হাকাচ্ছে বেশি এমন অভিযোগ রয়েছে বিক্রেতাদের বিরুদ্বে।উপজেলার চতুর বাজার ছাড়াও কাশিনাথপুর,বোয়াইমারি,মাধপুর,আতাইকুল,নন্দনপুর,সাঁথিয়া বাজারেও রয়েছে পুরাতন কাপড়ের দোকান।এসব দোকান গুলোতে সরেজমিন ঘুরে ঘুরে জানাগেছে,প্রতিটি দোকানেই শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই বেচাকেনা জমে উঠেছে। সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১