বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০১৮

সরকার ঘরে ঘরে চাকরির বদলে দিয়েছে মামলা : মির্জা ফখরুল


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে চাকরির বদলে দিয়েছে ঘরে ঘরে মামলা। তাই এই সরকার পরিবর্তনের জন্য ধানের শীষের বিকল্প নেই। আর সরকার পরিবর্তন করতে পারেন শুধু আপনারাই।

আজ রোববার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে এক পথসভায় ধানের শীষে ভোট চেয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল।

ধানের শীষে ভোট প্রার্থনা ও বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্ট জয়ী হয়ে সরকার গঠন করলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের নায্য মূল্য পাবে। যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান করা হবে। এছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য আলাদা একটি মন্ত্রণালয় গঠন করে তাদের যে কোনো সমস্যার সমাধান করা হবে।

তিনি বলেন, এই সরকারের পরিবর্তন একমাত্র আপনারাই (ভোটাররা) করতে পারেন। আমরা শান্তি চাই, ভোটের মাধ্যমে পরিবর্তন চাই। কিন্তু আওয়ামী লীগ জনগণকে পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে মামলা করে আবারো ক্ষমতায় আসতে চায়।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১