বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০১৮

দীপু-মানিকের প্রচারণায় জমে উঠেছে চাঁদপুর সদর

নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ডা. দিপু মনি (বায়ে) ও ভোটারদের কাছে ভোট চাচ্ছেন ধানের শীষ মার্কার প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক ছবি: বাংলাদেশের খবর


চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) সংসদীয় আসনে নৌকার প্রার্থী ডা. দীপু মনি উন্নয়নের বার্তা নিয়ে এখন ভোটারদের কাছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচারণরা চালিয়ে যাচ্ছেন। এই আসনের ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে উন্নয়ন অব্যাহত রাখার জন্য তিনি আবারো সুযোগ দেওয়ার জন্য ভোটারদের কাছে আহবান জানাচ্ছেন। অন্যদিকে বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থী শেখ ফরিদ আহম্মেদ মানিকও থেমে নেই প্রচারণায়। ভোটের অধিকার রক্ষার অঙ্গীকার নিয়ে তিনিও প্রচারণা চালাচ্ছেন সমানতালে। দুই প্রার্থীর প্রচারণায় বেশ জমে উঠেছে চাঁদপুর সদর আসনটি।

আজ রোববার সকাল ১০টায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নে সাপদী, ফরক্কাবাদ ও আশপাশের গনসংযোগ শুরু করেন ডা. দীপু মনি। তিনি এই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে কুশল বিনিময় ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন।

ডা. দীপুমনির গণসংযোগে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট নুর জাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

অপরদিকে চাঁদপুর পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পাড়া মহল্লায় গণসংযোগ করেন ধানের শীষ মার্কার প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি সকাল ১১টায় শহরের সিংহপাড়া, মমিন পাড়া, প্রফেসর পাড়া ও মাঝি বাড়ী মহল্লায় সাধারণ ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহবান জানান। এ সময় জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১