বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০১৮

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আহত ২৫

ধনবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে যায় ছবি : বাংলাদেশের খবর


ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

আজ রোববার সকাল ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের হাজরাবাড়ী নামকস্থানে আনছারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ধনবাড়ী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতের নাম: আফছার আলী সে ধনবাড়ী উপজেলার জামতলী পোড়াবাড়ী গ্রামের আ. হামিদের ছেলে।

ঐ ঘটনায় আরো ২৫ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ হাসপাতারে ভর্তি করা হয়েছে।

মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ফায়ার সির্ভিসের ২টি ইউনিট ও ধনবাড়ী থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) খান হাসান মোস্তফা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আতহদের উদ্ধার করে মধুপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশংকাজনক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১