আপডেট : ২৩ December ২০১৮
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একতরফা জয়ী হতে চায় তাদের আর খালি মাঠে গোল দিতে দেওয়া হবে ন। রোববার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, 'আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায়। কিন্তু আমরা আর খালি মাঠে গোল দিতে দেব না। এবার জনগণ মাঠে আছে।' উপস্থিত জনতার উদ্দেশে এ সময় বিএনপি মহাসচিব হাত নেড়ে বলেন, 'কি আছেন না আপনারা? আপনারা ভোট দিতে যাবেন। আপনাদের অধিকার ভোট দেওয়া।' ধানের শীষ মার্কায় বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'আমি অনুরোধ করবো, আপনারা পরিবর্তনটা আনেন। ধানের শীষ কাজ করবে। অতীতে করেছে ভবিষ্যতেও করবে।'
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১