বাংলাদেশের খবর

আপডেট : ২৩ December ২০১৮

উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের ৪০টি প্লাটুন মোতায়েন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের ৪০টি প্লাটুন মোতায়েন সংগৃহীত ছবি


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্টগার্ডের ৪০টি প্লাটুন মোতায়েন থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক গতকাল শনিবার থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মোতায়েনকৃত এলাকাগুলোর মধ্যে ভোলা সদরে ১৮টি প্লাটুন, চট্টগ্রাম বিভাগে ১২টি প্লাটুন; এ ছাড়া খুলনা বিভাগে-১০টি প্লাটুন নির্বাচন এলাকায় মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, বাংলাদেশ কোস্টগার্ড আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের ভোটাধিকার প্রদান ও সহিংসতা দমনে এবং শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার্থে তৎপর ভূমিকা পালন করছে। বিজ্ঞপ্তি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১