আপডেট : ২৩ December ২০১৮
নেত্রকোনা -১ (কলমাকান্দা- দুর্গাপুর) আসনের বিএনপি দলীয় প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের গণসংযোগে হামলা হামলা চালিয়ে ১২ জনকে আহত ও ৯টি মোটরবাইকসহ একটি মাইক দুষ্কৃতিকারীরা ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে কলমাকান্দার গোপগলা, বড়খাপন ও কৈলাটী ইউনিয়নের তিন স্থানে। ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের কাছে বলেন, ওই হামলা ও ভাংচুর করেছে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের দুস্কৃতিকারি নেতা-কর্মীরা। তিনি বলেন, কলমাকান্দার বাহাদুরকান্দা বাজারে শনিবার বিকেলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে গণসংযোগ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ধানের শীষের প্রচারনায় ব্যবহৃত ৯টি মোটর সাইকেল ভাংচুর করে। পরে একইদিন সন্ধ্যায় উপজেলার কৈলাটী ইউনিয়নে সিধলী বাজারে ধানের শীষের প্রচার চালানোর সময় দুটি মাইক ও দুটি অটো রিকসা ভাংচুর করে ওই দুস্কৃতিকারীরা। এর কিছুক্ষণ পর বড়খাপন ইউনিয়নের আমবাড়ি বাজারে ধানের শীষের প্রচারণা চালাতে গিয়ে মিলন মিয়া, ফরহাদ আহম্মেদ, জাহাঙ্গীর হোসেন, আলম মিয়া ও সুজন মিয়াসহ যুবদল ও ছাত্রদলের কমপক্ষে ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন একই দুস্কৃতিকারীদের হামলায়। আহদের স্থানীয় হাসপাতালে ভর্তি না করে পুলিশি হয়রানির ভয়ে নেয়া হয়েছে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি আরো বলেন, এসব ঘটনায় পুলিশ মামলাও নিচ্ছে না। উল্টো পুলিশ বিএনপি নেতা-কর্মীদেরকেই হয়রানি করছে। অভিযোগের ব্যাপারে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাস বলেন, হামলা ও ভাংচুরের ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কিংবা এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জড়িত নয়। এসব ঘটনা হয়ত বিএনপি দলীয় নেতা-কর্মীদেরই সৃষ্ট। ব্যারিস্টার কায়সার কামাল চাচ্ছেন বিশৃঙ্খলা করে তিনি নির্বাচনি মাঠে আলোচনায় আসতে। কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করীম জানান, হামলা ও ভাংচুরের ব্যাপারে তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পুলিশের পক্ষ থেকে নিরপেক্ষ ভাবে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কখনো কাউকে অযথা হয়রানি করেনি বলেও জানান ওসি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১