আপডেট : ২২ December ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আ’লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরের পীরগঞ্জ উপজেলা আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। স্থানীয় আ’লীগ বলেছেন জনসভায় লাখ মানুষের সমাগম হবে। আগামীকাল রবিবার (২৩ ডিসেম্বর) সকালে বিমানে ঢাকা থেকে সৈয়দপুর আসবেন প্রধানমন্ত্রী। তারপর সড়ক পথে রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ আসনের আ’লীগ প্রার্থী আহসানুল হক ডিউক এর পক্ষে নির্বাচনী জনসভায় ভাষন দিবেন। এরপর দুপুর ২টায় পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মহাজোটের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পক্ষে নির্বাচনী জনসভায় ভাষন দিবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন বার্তা শোনার পর থেকে পীরগঞ্জ উপজেলা আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছে। পীরগঞ্জ উপজেলায় তার শ্বশুর বাড়ী ফতেপুর জয় সদন ও প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার কবরস্থানে জিয়ারত করার কথা আছে বলে জানান উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম। তিনি আরও জানান পীরগঞ্জের বধু মাতা বর্তমান প্রধানমন্ত্রী পীরগঞ্জে দুই বারের সংসদ শেখ হাসিনার আগমন উপলক্ষে উৎসব মুখর হয়ে পড়েছে উপজেলাবাসী। রংপুর জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু বলেন, রংপুরের মানুষ জাতির জনকের কন্যাকে স্বাগত জানাতে অধীর অপেক্ষায় রয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। এর জন্য আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। প্রধানমন্ত্রীকে বরণ করে নেয়া এখন শুধু সময়ের ব্যাপার। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য কাজ শুরু করেছে। জনসভা কে কেন্দ্র করে পাঁচ স্তরের নিছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১