আপডেট : ২২ December ২০১৮
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ে একই মঞ্চে বিএনপি’র ইউনিয়ন সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ নাজির হোসেন ও জামায়াতের নেতা সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল আহাদ আ’লীগে যোগদান করেছেন। আজ শনিবার দুপুরে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নে কাটলা দ্বী-মূখী উচ্চ বিদ্যালয়ে নৌকা মার্কার এক জনসভায় নৌকার প্রার্থী শিবলী সাদিকের হাতে ফুলের নৌকা উপহার দিয়ে তারা আ’লীগে যোগদান করেন। আ’লীগে যোগদানকৃত মোঃ নাজির হোসেন কাটলা ইউনিয়নের ধানের র্শীষ নিয়ে বর্তমান চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের বিএনপি’র সভপাতি। ডাঃ আব্দুল আহাদ জামায়ত নেতা এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। এ সময় নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলতাফুজ্জামান মিতা, আ’লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু, পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী সরকার টুটুল, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, বিরামপুর উপজেলা আ’লীগের সহ সভাপতি নাড়– গোপাল কুন্ডু, কাটলা ইউপি আ’লীগের সভাপতি ডাঃ অরুন কুমার, সাধারণ সম্পাদক ইউনুস আলীসহ আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভায় আ’লীগে সদ্যযোগদান কৃত বিএনপি’র চেয়ারম্যান নাজির হোসেন বলেন, শেখ হাসিনা সরকার বার বার দরকার। বর্তমান সরকারের কারনেই দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে আবার বিজয়ী করতে হবে। তিনি আ’লীগ মনোনিত নৌকার প্রার্থী শিবলী সাদিককে বিজয়ী করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার দৃহ প্রত্যয় ব্যক্ত করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১