আপডেট : ২২ December ২০১৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামাত-বিএনপির তিন নেতাকর্মীকে আটক করেছে নাচোল থানা পুলিশ। আটককৃতরা হলেন, নাচোল থানা পাড়ার নজরুল ইসলামের ছেলে উপজেলা জাতীয়তা বাদী কুষক দলের যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম (৪১), নাচোল সদর ইউনিয়নের বেনীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে ও উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা: রফিকুল ইসলাম (৪৮) ও একই গ্রামের মৃত আজাহার অলির ছেলে ও জামায়াত নেতা সাদিকুল ইসলাম (৬৪)। নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়েরে আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার রাতে নাচোল মডার্ণ ইসলামী ক্লিনিকে গোপন বৈঠক চলা কালে নাচোল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৩জনকে আটক করে। পুলিশের ধারনা নাশকতা করার পরিকল্পনায় তারা একত্রে বৈঠক করছিলো। এসময় তল্লাশি চালিয়ে পুলিশ ৫’শ গ্রাম গান পাওডার উদ্ধার করে। আজ শনিবার আটককৃতদের বিস্ফোরক আইনের মামলায় জেল হাজতে প্রেরণ করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১