বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০১৮

নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তৈরি করছে ফেসবুক


অর্থ লেনদেনের জন্য নিজস্ব ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে ফেসবুক। এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে এনক্রিপ্টেড মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা অর্থ লেনদেন করতে পারবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

এ পরিকল্পনার সঙ্গে যুক্ত একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি বলছে, এটি হবে এক ধরনের স্ট্যাবলকয়েন যা বিনিময়যোগ্য হবে মার্কিন ডলারের সঙ্গে। তবে এ পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে এ মুদ্রা ব্যবস্থার কৌশলগত পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ ছাড়া মান ঠিক রাখার জন্য এ মুদ্রার বিপরীতে কী জমা রাখবে প্রতিষ্ঠানটি তাও ঠিক করা হচ্ছে।

আর্থিক খাতে প্রবেশের জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে ফেসবুক। ২০১৪ সালে প্রতিষ্ঠানটি পেপালের তৎকালীন প্রেসিডেন্ট ডেভিড মার্কাসকে নিয়োগ দিয়েছিল। পরবর্তীতে তিনি ফেসবুকের ব্লকচেইন বিভাগের প্রধান হিসেবে কাজ শুরু করেন। এ ছাড়া একই বিভাগে কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয় আরো ৪০ জন কর্মী। ব্লকচেইনের বিভিন্ন ধরনের ব্যবহার নিয়ে কাজ করছে এ বিভাগটি।

আর্থিক সুবিধা যুক্ত করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপকে বেছে নেওয়ার কারণ হিসেবে এর এনক্রিপশন সুবিধাকেই বিবেচনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে শুধু ভারতেই আছে প্রায় ২০ কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। রেমিট্যান্সের দিক থেকেও শীর্ষে আছে ভারত। ২০১৭ সালে দেশটিতে বৈদেশিক মুদ্রা এসেছে প্রায় ৬৯ বিলিয়ন ডলার। ফলে ফেসবুক এ সুযোগটি কাজে লাগাতে চাইছে বলেও মনে করছেন অনেকে।

এ ছাড়া পুরো ২০১৮ সালজুড়েই আলোচনায় ছিল ক্রিপ্টোকারেন্সি। এক পর্যায়ে ফেসবুকে সব ধরনের ক্রিপ্টোকারেন্সির বিজ্ঞাপন নিষিদ্ধও করা হয়। তখন থেকেই অনেকে ধারণা করছিলেন নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চালু করতে পারে প্রতিষ্ঠানটি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১