বাংলাদেশের খবর

আপডেট : ২২ December ২০১৮

গুলশানে নির্বাচনী সমাবেশে শেখ হাসিনা

ধানের শীষে দুর্নীতি জঙ্গিবাদ

গুলশানে গতকাল নির্বাচনী জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি : পিআইডি


বিএনপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, জঙ্গিবাদ ও অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগ এনে দেশের কল্যাণের জন্য আবারো নৌকা মার্কায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বিএনপি-জামায়াত। হাওয়া ভবন খুলে আওয়ামী লীগ দুর্নীতি করেনি, ভবিষ্যতে করবেও না।’

গতকাল শুক্রবার বিকালে রাজধানীর গুলশান-২ নম্বরের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, ‘ধানের শীষে ভোট মানে দুর্নীতি। ধানের শীষে ভোট মানে ককটেল আর বোমা হামলা। আর নৌকা মানেই শান্তি, উন্নয়ন ও অগ্রযাত্রা।’ বিএনপি নেত্রী খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘তার (খালেদা জিয়া) প্রিয় ব্যক্তিত্বরাই তার নামে এতিমের অর্থ আত্মসাতের মামলা দিয়েছিল। মামলা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ দেয়নি। সেই মামলার সাজায় তিনি এখন কারাগারে। খালেদা জিয়ার দুই ছেলেও অর্থ পাচার করতে গিয়ে ধরা পড়েছে।’

তিনি বলেন, ‘মানুষকে যারা মানুষ বলে গণ্য করে না, তারা কীভাবে আবার ধানের শীষে ভোট চায় আপনারা বলুন। ১০ বছর ধরে মানুষের জীবন-মানের উন্নয়নে কাজ করছে সরকার। আওয়ামী লীগ বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। রাজধানীবাসীর সুবিধার কথা চিন্তা করে ঢাকাকে দুই ভাগ করে ব্যাপক উন্নয়ন করেছে সরকার।’

তিনি বলেন, ‘সরকার রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করার প্রকল্প হাতে নিয়েছে। এরই মধ্যে পাতাল রেলের পরীক্ষা-নিরীক্ষাও শুরু হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে। আবার ক্ষমতায় এলে বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে যাবে। ঢাকার আশপাশে হবে ছোট ছোট নতুন শহর।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘১৯৮১ সালে দেশে ফেরার পর থেকেই দেশের উন্নয়নে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কাজ করছি। মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছি। জনগণের ভাগ্য পরিবর্তনই লক্ষ্য আমাদের, নিজেদের ভাগ্য পরিবর্তন নয়।’

তিনি বলেন, ‘শুধু বিত্তশীল নয়, বিত্তহীনদের কথা চিন্তা করেও কাজ করে আওয়ামী লীগ। স্বল্প আয়ের মানুষরা যেন ফ্ল্যাটে বসবাস করতে পারেন, সে ব্যবস্থা করবে আওয়ামী লীগ সরকার। বস্তির মানুষ এখন যেভাবে থাকে, সেভাবে থাকবে না। স্বল্প আয়ের মানুষরা যেন ফ্ল্যাট বাসায় থাকতে পারে সে প্রকল্প নেওয়া হয়েছে। সপ্তাহে, মাসে বা বছরে যেন তারা আয় অনুযায়ী ভাড়া দিতে পারে, সে ব্যবস্থাও করা হবে।’

একাদশ সংসদ নির্বাচনের আগে গণসংযোগের অংশ হিসেবে জনসভায় ঢাকা মহানগর উত্তরের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন শেখ হাসিনা। ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক, ঢাকা-১১ আসনের একেএম রহমত উল্লাহ, ঢাকা-১২ আসনের আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৩ আসনের সাদেক খান, ঢাকা-১৪ আসলামুল হক, ঢাকা-১৫ আসনের কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬ আসনের ইলিয়াস উদ্দিন মোল্লা ও ঢাকা-১৮ আসনের সাহারা খাতুন। এ ছাড়া দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসনের প্রার্থী সালমান এফ রহমানকেও পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি।

প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পর শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কা উন্নতি, সমৃদ্ধি। নৌকা মার্কা জনগণের স্বাধীনতা, নৌকা মার্কা মানে জনগণের ভাগ্যকে উন্নীত করা। নৌকা মার্কা মানে এ দেশের মানুষের কল্যাণ হওয়া, যা চির জীবন দেশবাসীর প্রাপ্য। কাজেই এটা বিবেচনা করে আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’

গত ১৮ ডিসেম্বর প্রকাশিত আওয়ামী লীগের ইশতেহারে বাংলাদেশকে আরো সমৃদ্ধি দেওয়ার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমরা ঘোষণা দিয়েছি, আমরা দুর্নীতি দূর করব। মানুষের কল্যাণে কাজ করব। মানুষের উন্নয়ন করব। দেশের শান্তি নিরাপত্তার জন্য, দুর্নীতি দমন নিশ্চিত করতে নৌকা মার্কায় ভোট চাই।’

তিনি বলেন, ‘আগামী ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বাংলাদেশ। সেই উদযাপন সামনে রেখে সরকার ইতোমধ্যে ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত মুজিব বর্ষ ঘোষণা করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সেই সুবর্ণজয়ন্তী আমরা উদযাপন করতে পারব, যখন নৌকা মার্কায় ভোট পেয়ে আমরা সরকার গঠন করতে পারব। নৌকার পালে হাওয়া লেগেছে, আজকে যে জোয়ার উঠেছে, ইনশাআল্লাহ নৌকার জয় হবে। সরকার গঠন করে এ দেশের মানুষের সেবা করব, মানুষকে উন্নত জীবন দেব, আজ এ ওয়াদা রেখে যাচ্ছি।’

শেখ হাসিনা সমাবেশে পৌঁছান বিকাল পৌনে ৪টার দিকে। একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীতে এটাই ছিল আওয়ামী লীগের প্রথম জনসভা। গুলশানের এ সমাবেশ ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে জনসভার মাঠ। এতে যোগ দিতে দুপুর থেকেই ছোট ছোট মিছিল নিয়ে আওয়ামী লীগ ও মহাজোটের নেতাকর্মীরা গুলশান ইয়ুথ ক্লাব মাঠে সমবেত হন। তারা নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১