আপডেট : ২১ December ২০১৮
নির্বাচনের আগে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর জন্য চিহ্নিত করে বাংলাদেশ থেকে খোলা ৯টি পেজ ও ছয়টি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক। গতকাল ফেসবুক নিউজ রুমে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি বাংলা এবং বিডিনিউজ২৪ ডটকমের আদলে তৈরি দুটি ফেসবুক পেজ রয়েছে এ তালিকায়। ফেসবুক বলছে, বিভিন্ন সংবাদমাধ্যমের আদলে তৈরি এসব পেজ থেকে বিভিন্ন ধরনের ভুয়া খবর প্রকাশ করা হচ্ছিল। এ ধরনের কর্মকাণ্ড ফেসবুকের নীতিমালাবিরোধী হওয়ায় এসব পেজ অপসারণ করা হয়েছে। ফেসবুক জানিয়েছে, অপসারিত পেজগুলোর অন্তত একটিতে প্রায় ১১ হাজার ৯০০ অনুসারী ছিল। এসব পেজের মাধ্যমে ভুয়া খবর ছড়াতে ফেসবুকে প্রায় ৮০০ ডলারের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, যার শুরুটা হয়েছিল ২০১৭ সালের জুলাইয়ে। তবে এ বছরের নভেম্বরের পর এ পেজগুলো থেকে আর কোনো বিজ্ঞাপন দেওয়া হয়নি। ভুয়া পেজ নিয়ে তদন্তে ফেসবুকের সঙ্গে কাজ করছে গ্রাফিকা নামের একটি থ্রেট ইন্টেলিজেন্স কোম্পানি। এ ধরনের আর কোনো ভুয়া পেজ থাকলে সেগুলোও ভবিষ্যতে অপসারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে ফেসবুক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১