বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০১৮

ভ্যাটিকানে নগ্ন ফটোশ্যুট নিয়ে ফের বিতর্ক!

বিতর্কিত ফটোশ্যুটের ছবি ছবি : ইন্টারনেট


নিজের নগ্ন ফোটোশ্যুট করিয়ে ফের বিতর্কে বেলজিয়ান মডেল মারিসা পাপেন। অতীত থেকে তিনি যে শিক্ষা নেননি বা নিতে চাননি। তা একই ঘটনার পুনরাবৃত্তিতেই স্পষ্ট। শুধু বদলে গিয়েছে ফটোশ্যুটের প্রেক্ষাপট। এবার ভ্যাটিকানের রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে নগ্ন পোজ দেওয়ায়, প্লেবয়ের এই নামী মডেলকে গ্রেফতার করা হয়েছে। ফটোশ্যুটের একগুচ্ছ ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, বড় ক্রুস পিঠে নিয়ে ভ্যাটিকানের রাস্তা পেরোচ্ছেন প্লেবয়ের এই মডেল। আর একটিতে জড়ো করা বাইবেলের স্তূপে নগ্ন বসে মারিসা।

রোমান ক্যাথলিক গির্জার সামনে এমন ছবি। স্বাভাবিকভাবেই বিতর্কের ঝড় তোলে। যার জেরে গ্রেফতার করা হয় বেলজিয়ান এই মডেলকে। এর আগে মিশরের কার্নক মন্দির চত্বরে নগ্ন ফটোশ্যুট করার অপরাধে মারিসা পাপেনকে জেল খাটতে হয়েছিল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১