আপডেট : ২০ December ২০১৮
সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা হামলায় রিপন নামে এক আওয়ামী লীগ কর্মী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত আওয়ামী লীগ কর্মী রিপন শ্মশান ঘাট এলাকার আবুল কালামের ছেলে। রিপন জানায়, শ্মশান ঘাট এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বসে তারা তিন চারজন বসে গল্প করছিলেন। এ সময় পেছন দিক থেকে মোটর সাইকেল যোগে দুর্বৃত্তরা এসে আওয়ামী লীগ অফিস লক্ষ করে বোমা মেরে চলে যায়। এ সময় তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, শ্যামনগর শ্মশান ঘাট এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা বোমা নয় ককটেল বিস্ফোরন ঘটিয়েছে। এ সময় এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ অভিযানে নেমেছে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১