আপডেট : ২০ December ২০১৮
মৌলভীবাজার ১৯৭১ সালের ২০ ডিসেম্বর পাকবাহিনীর ফেলে যাওয়া মাইন বিস্ফোরনে শহীদ হন ২৪ জন মুক্তিযোদ্ধা। নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে মৌলভীবাজারবাসী। প্রতি বছর দিনটি স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করে বিভিন্ন সংগঠন। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাইন বিস্ফোরনে শহীদ ২৪ জন মুক্তিযোদ্ধার নাম ফলকের সামনে শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পরিষদ, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর জেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,মৌলভীবাজার জেলা ইউনিট কমান্ড ও জেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্বরনে স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, বাংলাদেশ কমিউনিস্ট পাটির্র সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন। এছাড়া শহীদদের স্বরনে স্মৃতিচারন, ও সাস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযোদ্ধারা বাড়ীতে ফেরার উদ্দ্যেশে জড়ো হতে থাকেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মুক্তিযোদ্ধা ক্যাম্পে। হঠাৎ পাক বাহিনীর ফেলে রাখা মাইন বিস্ফোরণে কেঁপে উঠে বিদ্যালয় এলাকা। এ ঘটনায় ২৪ জন মুক্তিযোদ্ধা মারা যান। এরপর থেকে দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করেন মৌলভীবাজারবাসী ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১