বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০১৮

মাহির বাসায় গুলি, নির্বাচনী ক্যাম্পে আগুন

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীর বাসায় গুলি করেছে দুর্বৃত্তরা ছবি : বাংলাদেশের খবর


বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহি বি চৌধুরীর মুন্সীগঞ্জের বাসায় দুর্বৃত্তরা ৫ রাউন্ড গুলি করেছে। এমন অভিযোগ করেছেন সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম। সেইসঙ্গে মুন্সীগঞ্জের আটপাড়ায় অবস্থিত তার নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

গতকাল বুধবার (১৯ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।

জাহাঙ্গীর আলম বলেন, মুন্সীগঞ্জে তারা দুই রুমের একটি বাসায় থাকেন। রাত আনুমানিক ৭-৮টার দিকে মাহি বি চৌধুরীর রুম লক্ষ্য করে কে বা কারা ৫ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি বলেন, একই সময় মুন্সীগঞ্জের আটপাড়ায় অবস্থিত নির্বাচনী ক্যাম্পেও আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ-১ আসন থেকে মহাজোটের প্রার্থী হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে নেমেছেন মাহি বি চৌধুরী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১