আপডেট : ২০ December ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী আফজাল এইচ খানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। এছাড়া চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ডু) আসনে বিএনপির ইসহাক কাদের চৌধুরী প্রার্থিতা প্রত্যাহার করে নিলে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী প্রার্থিতা পাবেন বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। গত মঙ্গলবার প্রধান বিচারপিত সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আফজাল এইচ খান নিজেই শুনানি করেন। আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ আফজাল এইচ খানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে আপিল করা হলে হাইকোর্টের দেওয়া ওই আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্ট।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১