বাংলাদেশের খবর

আপডেট : ২০ December ২০১৮

অগ্নিসংযোগ বোমা বিস্ফোরণ বাড়ি-গাড়ি ভাঙচুর

গতকাল বুধবার সখীপুরে পুলিশের পিকআপ ভ্যানে হামলায় বিধ্বস্ত পুলিশ ভ্যান ছবি : বাংলাদেশের খবর


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর ৯ দিন বাকি। নির্বাচনী মাঠে প্রতিদিন নানা ঘটনা ঘটছে। কোনো কোনো ঘটনা প্রকাশ পাচ্ছে আবার কোনো কোনো ঘটনা আড়ালেই থেকে যাচ্ছে। প্রতিদিন বাড়ি-গাড়ি ভাঙচুর, মিছিলে হামলা, অগ্নিসংযোগ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী গণসংযোগে আবারো বোমা হামলা ও গুলি চালানো হয়েছে। জামালপুরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাটোরের গুরুদাসপুরে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে আওয়ামী লীগের একটি গ্রুপের ২২টি ঘরবাড়ি ভাঙচুর করেছে একই দলের প্রতিপক্ষরা। খুলনার পাইকগাছায় নৌকা প্রতীকের নির্বাচন অফিসে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নরসিংদী-৩ (শিবপুর) আসনে গণসংযোগ করার সময় বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মুন্সীগঞ্জ : শ্রীনগর উপজেলার বিরতারা ইউনিয়নের নয়াহাটি গ্রামে মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোটের প্রার্থী ও বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর বাড়িতে দুর্বৃত্তরা গুলি করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ গুলির ঘটনা ঘটে। শ্রীনগর থানার ওসি ইউনুচ আলী এ খবর নিশ্চিত করেন। এ ছাড়া উপজেলার আটপাড়া ইউনিয়নে মাহীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

তিনি জানান, ‘মাহী বি. চৌধুরীর বাড়ির পেছন দিক থেকে দুর্বৃত্তরা গুলি করেছে। এতে জানালার একটি কাচ ভেঙে যায়। ঘটনার সময় মাহী বা তার পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তারা পার্শ্ববর্তী বাঘড়া ইউনিয়নে নির্বাচনী কাজে গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করছি, এক রাউন্ড গুলি করা হয়েছে।’

মাহী বি. চৌধুরীর নির্বাচনী কাজে যুক্ত ওবায়দুল হক সোহাগ জানান, ‘আমরা নির্বাচনী কাজে ষোলঘর ইউনিয়নের কেয়টখালী এলাকায় ছিলাম। পরে জানতে পারি মাহী বি. চৌধুরীর বাড়িতে ৪-৫ রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

এদিকে শ্রীনগরের আটপাড়া ইউনিয়নে বিকল্পধারার মাহী বি. চৌধুরীর সমর্থনে করা আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা বলেও অভিযোগ করেন ওবায়দুল হক সোহাগ।

এ প্রসঙ্গে শ্রীনগর থানার ওসি ইউনুচ আলী বলেন, ‘খবর পেয়ে নির্বাচনী ক্যাম্পে পুলিশ পাঠানো হয়েছে।’

যশোর : যশোর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী গণসংযোগে আবারো বোমা হামলা ও গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের কেন্দ্রস্থলে গোহাটা রোডে সিটি প্লাজার কাছে এই হামলা চালানো হয়। ঘটনার জন্য বাঁধন নামে এক ‘চিহ্নিত সন্ত্রাসী ও তার অনুসারীদের’ দায়ী করেছেন প্রার্থী অমিত। তবে বোমা ও গুলির ঘটনায় কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বিএনপি নেতারা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনিন্দ্য ইসলাম অমিত নেতাকর্মীদের নিয়ে বড়বাজারে দোকানে দোকানে ভোট প্রার্থনা করছিলেন। তিনি সিটি প্লাজা এলাকায় ক্যাম্পেইন করার সময় বাঁধন নামে এক ‘সন্ত্রাসীর’ নেতৃত্বে বোমা ছুড়ে মারা হয়। এ সময় জনতা ধাওয়া দিলে সন্ত্রাসীরা দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

জামালপুর : আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ধানের শীষ ও নৌকার নির্বাচনী ক্যাম্প ও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টায় জামালপুর শহরের রামনগর সাতরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের কর্মীরা মোটরসাইকেলে রামনগর সাতরাস্তা মোড়ে গিয়ে ধানের শীষের নির্বাচনী প্রচার ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে উভয়পক্ষের পাঁচ নেতাকর্মী আহত ও চারটি মোটরসাইকেল ভাঙচুর হয়।

গুরুদাসপুর (নাটোর) : আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের দাদুয়া গ্রামে আওয়ামী লীগের একটি গ্রুপের ২২টি ঘরবাড়ি ভাঙচুর করেছে একই দলের প্রতিপক্ষরা। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করে। পুলিশ এবং স্থানীয় রতন মণ্ডল, হাজী আমিনুলসহ কয়েকজন জানান, ঘটনার রাতে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. আবদুল কুদ্দুসের মেয়ে অ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি নেতাকর্মীসহ দাদুয়া গ্রামে নৌকার নির্বাচনী প্রচারণা চালান। তিনি সেখান থেকে চলে যাওয়ার পরেই আওয়ামী লীগের রিপন গ্রুপ প্রতিপক্ষ হাবিব গ্রুপের লোকজনের বাড়িঘর ভাঙচুর করে তাণ্ডব চালায়। এ সময় নৌকার  নির্বাচনী অফিস ও একটি কাঠের নৌকা পুড়িয়ে দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুদাসপুরের ইউএনও মোহাম্মদ মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ২০ থেকে ২২টি বাড়ি ভাঙচুর করা হয়েছে।

পাইকগাছা (খুলনা) : নৌকা প্রতীকের নির্বাচন অফিসে বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ জামায়াত নেতাসহ ৮ ব্যক্তিকে আটক করেছে। এর প্রতিবাদে আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ মিছিল হয়েছে। প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা উপজেলার গদাইপুর মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে কয়েকটি ককটেল জাতীয় বোমার বিস্ফোরণ ঘটায় ও অগ্নিসংযোগ করে। গতকাল বুধবার সকালে ঘটনাস্থলে যান নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ আক্তারুজ্জামান বাবু। ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় গদাইপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন বাদী হয়ে দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামায়াত নেতা অ্যাডভোকেট আবদুল মজিদ, সরদার আবদুল মজিদ ও ডা. আবদুস সাত্তারসহ ৮ জনকে আটক করেছে।

নরসিংদী : নরসিংদী-৩ (শিবপুর) আসনে গণসংযোগ করার সময় বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এতে প্রার্থীর গাড়িসহ ১০টি মাইক্রোবাস, ২০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। হামলায় আহত হয় কমপক্ষে ২০ জন বিএনপি নেতাকর্মী। গতকাল বুধবার বিকালে শিবপুরের লাখপুর শিমুলিয়ায় এ ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা জানান, সকাল থেকে বিএনপির প্রার্থী মঞ্জুর এলাহী নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকা শিবপুরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। গতকাল দুপুরে লাখপুর শিমুলিয়া এলাকায় গণসংযোগ করে বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহী স্থানীয় রেনু মিয়ার বাড়িতে অবস্থান করে। এ সময় নরসিংদী থেকে আসা আওয়ামী লীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী মোটরসাইকেলে করে দেশি অস্ত্র নিয়ে প্রার্থীর গাড়িসহ ৩০টি গাড়ি ভাঙচুর করে। এই হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়।

গৌরনদী (বরিশাল) : উপজেলা, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ৫ নেতার বাড়িতে গত মঙ্গলবার রাতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে বসতঘরের ব্যাপক ভাঙচুর, আসবাবপত্র, তৈজসপত্র তছনছ করেছে। এ ছাড়া নলচিড়া ইউনিয়ন যুবদলের সহ-সম্পাদককে আওয়ামী লীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী অপহরণ করে আওয়ামী লীগের নলচিড়া নির্বাচনী কার্যালয়ে আটকে শারীরিক নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় তিন যুবদল নেতা আহত হয়েছেন। পুলিশ এক যুবদল নেতাকে গ্রেফতার করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১