বাংলাদেশের খবর

আপডেট : ১৯ December ২০১৮

জামালপুর-৫ আসনের বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

কারো বিরুদ্ধে অভিযোগ নয়, সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ চাই

আজ বুধবার দুপুরে জামালপুর শহরের সর্দারপাড়ায় প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি দলীয় প্রার্থী এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রতিনিধির পাঠানো ছবি


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জামালপুর (সদর)-৫ আসনের বিএনপি দলীয় প্রার্থী এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, আমরা কারো বিরুদ্ধে অভিযোগ করতে চাই না; আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের পরিবেশ।

আজ বুধবার দুপুরে জামালপুর শহরের সর্দারপাড়ায় প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

 প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আমি অভিযোগ করতে চাই না, আবেদন জানাই নিয়ম বহির্ভূত নির্বাচনী ক্যাম্প স্থাপন করে আচরণ বিধি লঙ্ঘন করে শোডাউন করেছে সেগুলো  বন্ধ করার। সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি না করে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করার। এ পর্যন্ত ১৮টি অভিযোগ দেওয়া হয়েছে। আমার নির্বাচনী এলাকায় কোথায়ও কোনো পোস্টার নেই। দফায় দফায় দলীয় নেতাকর্মীদের উপর হামলা করে নিজেরাই মামলা দায়ের করছে আমাদের নেতাকর্মীদের উপর।

তিনি বলেন,  প্রতীক বরাদ্দের পর প্রতিপক্ষ প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের কর্মী সমর্থকরা মোটর সাইকেলের বহর নিয়ে সদর আসনের প্রত্যেক এলাকায় ভীতিকর পরিবেশের সৃষ্টি করেছে। মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের হাটচন্দ্রা মিয়াবাড়ি বাজারে আওয়ামী লীগ প্রার্থীর উপস্থিতিতে আমার নির্বাচনী প্রচার ক্যাম্প ভাংচুর করেছে। এছাড়াও একই দিন রাতে শহরের রামনগর সাতরাস্তা মোড়ে স্বেচ্ছাসেক লীগের সভাপতি তানভীর আহম্মেদের নেতৃত্বে মোটরসাইকেলের বহর নিয়ে আওয়ামী লীগের কর্মিরা নির্বাচনী প্রচার ক্যাম্পে হামলা চালিয়ে ভাংচুর করে, রশিদপুর চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগ নেতা চাঁন মাস্টারের নেতৃত্বে বিএনপি সমর্থকের ৪/৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর ও দিগপাইত ইউনিয়ন যুবদলের সভাপতি আশরাফ হোসেনের বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে। এছাড়াও কৈডোলা শাহবাজপুর, পক্ষীমারী শিমুলতলা, চান্দের মোড় ও মেষ্টায় নির্বাচনী প্রচার ক্যাম্প ভাংচুরের ঘটনা ঘটেছে।

এসব ঘটনার আইনগত ব্যবস্থা নিয়ে নির্বাচনে সুষ্ঠ পরিবেশ তৈরি করতে রির্টানিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল, বিশেষ সম্পাদক লোকমান আহমেদ লোটন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন বাবুল, স্বেচ্ছসেবক দলের সভাপতি সজিব খান প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১