বাংলাদেশের খবর

আপডেট : ১৯ December ২০১৮

তরুণদের উদ্দেশ্যে স্পিকার

হাতের মুঠোয় বিশ্ব

বিশ্ব এখন হাতের মুঠোয়, তরুনদের উদ্দেশ্যে আঠারোর ভাবনা মতবিনিময় সভায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ছবি : বাংলাদেশের খবর


পীরগঞ্জ আসনে আসন্ন সংসদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি নির্ভর হয়েছে তরুণ প্রজন্ম। এখন তাদের হাতের মুঠোয় বিশ্ব। যেকোন তথ্য জানতে বা তাৎক্ষণিক ঘটনা দেখতে আমরা স্মার্ট ফোনের সহায়তা নেই।’

আজ বুধবার দুপুরে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘তরুণ প্রজন্মের ভোট, স্বাধীনতার পক্ষে হোক’ এই স্লোগানের উপর ভিত্তি করে ‘আঠারোর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি ওই কথা বলেন। এ সময় পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিদ জাহান সৈকত প্রমুখ।

সুত্র জানায়, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে পীরগঞ্জের ১৫টি ইউনিয়নে ২৫ হাজার ৯১২ জন নতুন ভোটার হয়েছে। ওই ভোটারদের মধ্য থেকে কয়েক তরুণ ‘আঠারোর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করেন। এতেই প্রধান অতিথি ছিলেন স্পিকার। তিনি তরুণ ও নতুন ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১