বাংলাদেশের খবর

আপডেট : ১৯ December ২০১৮

হ্যাকারের কবলে ওয়াল স্ট্রিট জার্নাল

পিউডাইপাই ছবি : ইন্টারনেট


নামকরা ইউটিউবার পিউডাইপাইর সমর্থনে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল হ্যাক করেছে এক দল হ্যাকার। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট হ্যাক করে সেখানে একটি ভুয়া খবর প্রকাশ করেছে হ্যাকাররা যাতে বলা হয়েছে পিউডাইপাইর নামে ভুল খবর প্রকাশ করায় সংবাদমাধ্যমটি ক্ষমা চাচ্ছে। এ ছাড়া এ ইউটিউবারকে স্পন্সর করা হবেও বলেও উল্লেখ ছিল এ ভুয়া খবরে।

পরবর্তীতে ভুয়া খবরের পেজটি সরিয়ে নিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, যে পেজে ভুয়া খবরটি প্রকাশ করা হয়েছে, সেটি ওয়াল স্ট্রিটের জার্নালেরই। তবে কাস্টম সলিউশন নামের এ ইউনিটটি ওয়াল স্ট্রিট জার্নালের হলেও এর সাথে নিউজরুমের কোনো সম্পর্ক নেই।

পিউডাইপাইর পক্ষে হ্যাকারদের কর্মকা্ল এটাই প্রথম নয়। এর আগে গত মাসে বিশ্বব্যাপী কয়েক হাজার নেটওয়ার্ক প্রিন্টারের দখল নিয়ে সেগুলো থেকে একটি প্রিন্ট দিয়েছিল হ্যাকাররা। প্রিন্ট করা কাগজে সবাইকে পিউডাইপাইর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বলা হয়েছিল।

২০১৭ সালে ওয়াল স্ট্রিট জার্নালে পিউডাইপাইকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এর পর থেকেই সংবাদমাধ্যমটিকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে তার অনুসারীরা। এছাড়া সম্প্রতি সাবস্ক্রাইবারের সংখ্যা নিয়ে টি-সিরিজ এবং পিউডাইপাইর মধ্যেও চলছে এক নীরব যুদ্ধ। এ যুদ্ধে পিউডাইপাইকে এগিয়ে রাখতে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন অনুসারীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১