আপডেট : ১৯ December ২০১৮
সমালোচনার মুখে চীনের জন্য নিয়ন্ত্রিত সার্চ ইঞ্জিন বানানোর পরিকল্পনা থেকে সরে এসেছে গুগল। ড্রাগনফ্লাই সাঙ্কেতিক নাম দিয়ে যে প্রকল্প শুরু করেছিল প্রতিষ্ঠানটি, তার জন্য তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ কীওয়ার্ড শনাক্ত করতে চীনা একটি সার্চ ইঞ্জিন ব্যবহার করছিল। ২৬৫ ডটকম নামের এ ওয়েবসাইটটি ২০০৮ সালে কিনে নিয়েছিল গুগল। ওয়েবসাইটটির মাধ্যমে বিপুল পরিমাণ তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে গুগল। তবে এসব তথ্য কীভাবে ব্যবহার করা হবে সে বিষয়ে প্রাইভেসি টিমকে এখনো কিছু জানায়নি গুগল। সবশেষ তথ্য অনুযায়ী, ড্রাগনফ্লাই প্রকল্পের সদস্যরা নতুন করে সার্চ ইনফরমেশন সংগ্রহ করা বন্ধ করে দিয়েছে। চীনকে বাদ দিয়ে ভারত, ইন্দোনেশিয়া, রাশিয়া, মধ্যপ্রাচ্য ও ব্রাজিলকে নিয়ে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন তারা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হোম জুডিসিয়ারি কমিটিতে অনুষ্ঠিত এক শুনানিতে গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই জানিয়েছেন, চীনের জন্য আলাদা কোনো সার্চ ইঞ্জিন চালু করা হবে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১