আপডেট : ১৯ December ২০১৮
অর্থ আত্মসাতের মামলায় সুনামগঞ্জ-৩ আসনের বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা শাহীনুর পাশা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার সিলেটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালত এ পরোয়ানা জারি করেন। গত ১৩ ডিসেম্বর ওই মামলা করেন ঢাকার বনানীর বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আলী। আবাসন ব্যবসার কথা বলে মোহাম্মদ আলী তালুকদারের সঙ্গে প্রতারণা করে ৩২ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে শাহীনুর পাশা চৌধুরীর বিরুদ্ধে। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাহফুজুর রহমান গণমাধ্যমকে বলেন, শাহীনুর পাশা সিলেট শহরে বসবাস করায় গ্রেফতারি পরোয়ানা তামিল করতে সিলেট কোতোয়ালি থানা ও তার নিজ এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর পাঠানো হয়েছে। সরকারি কৌঁসুলির দফতর জানায়, বাদী গত ১৩ ডিসেম্বর আদালতে প্রতারণার অভিযোগে মামলা করেন। বাদীর অভিযোগ, শাহীনুর পাশার সঙ্গে যুক্তরাজ্যে তার পরিচয় হয়। সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে আবাসন প্রকল্প ‘মাতৃভূমি হাউজিং ডেভেলপমেন্ট লিমিটেড’-র আছে বলে ৩০ লাখ টাকায় বিনিয়োগ করে মোহাম্মদ আলী তালুকদারকে প্রতিষ্ঠাতা পরিচালক হওয়ার প্রস্তাব দেন। মোহাম্মদ আলী ২০১২ সালের ৪ নভেম্বর থেকে কয়েক দফায় ৩২ লাখ ২০ হাজার টাকা দেন। কিন্তু শাহীনুর পাশা তাকে না জানিয়ে একপর্যায়ে প্রকল্পটি বিক্রি করেন। এর পর থেকে বার বার যোগাযোগ করলে শাহীনুর টাকা দেননি। এ ব্যাপারে জানতে শাহীনুর পাশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মামলা দায়েরের বিষয়টি আমার জানা নেই। তবে মোহাম্মদ আলী তালুকদার আমার কাছে টাকা পান।’ ২০০৫ সালের ২০ জুলাই সুনামগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে শাহীনুর পাশা চৌধুরী চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী এমএ মান্নানের সঙ্গে হারেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১