বাংলাদেশের খবর

আপডেট : ১৮ December ২০১৮

কৌশলী ক্যাটরিনা

ক্যাটরিনা কাইফ ছবি : ইন্টারনেট


বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ নাকি কিছু বিষয়ে কৌশল অবলম্বন করে থাকেন। বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো থেকে এমনটাই জানা গেছে। এবার তার প্রমাণ মিলল রণবীরের সঙ্গে সম্পর্ক এবং বিচ্ছেদ নিয়ে জানতে চাইলে।

সম্প্রতি মুম্বাইতে ‘জিরো’ ছবির প্রমোশনে একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বরাবর বিতর্ককে এড়িয়ে চলি। যেটা আমাকে চরম তৃপ্তি দেয়। এই স্বভাবের জন্য যে কেউ আমার সঙ্গে থাকতে পারে। কারণ সে জানে অপছন্দ হলে কাউকেই আমি কিছু বলব না।’

রণবীর-ক্যাটরিনা সম্পর্ক এবং বিচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে ক্যাটরিনা  বলেন, ‘আমার মুখ থেকে এ বিষয়ে কিছু শুনতে আপনারা দুই বছর অপেক্ষা করেছেন। কিন্তু বিশ্বাস করুন আমি মুখ খুলব না।’

ভারতীয় প্রথম সারির একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১০ বছরে দুবার সম্পর্ক বিচ্ছেদ ঘটেছে ক্যাটরিনার। প্রথমবার সালমান খানের সঙ্গে ও ২০১৬-তে রণবীর কাপুরের সঙ্গে। তবে এ সম্পর্কগুলো নিয়ে বরাবরই রক্ষণশীল ভূমিকা পালন করে গেছেন ক্যাটরিনা। এমনকি বিচ্ছেদের পরও কাউকে তেমন কিছু জানতে দেননি এ অভিনেত্রী। তিনি মনে করেন যা হয়েছে, সেটাকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। সম্প্রতি রণবীর ও দীপিকার রিসেপশনে গিয়েছিলেন ক্যাটরিনা। পরে, ক্যাটরিনা-রণবীর-দীপিকাকে ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। এ বিতর্কের ব্যাপারেও কৌশলী অবস্থানে ছিলেন ক্যাটরিনা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১