আপডেট : ১৮ December ২০১৮
স্মার্টফোনের জন্য ইন্টারনেট প্রটোকল-ভিত্তিক ভয়েস কলিং অ্যাপ চালু করতে নতুন করে আরো চার প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের সাম্প্রতিক এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো বিডিকম অনলাইন লিমিটেড, অ্যাম্বার আইটি লিমিটেড, মেট্রোনেট বাংলাদেশ এবং লিংক থ্রি টেকনোলজি। কমিশন বলছে, এর মাধ্যমে আন্তর্জাতিক ইনকামিং কলগুলো ইন্টারন্যাশনাল গেটওয়ের (আইজিডব্লিউ) পরিবর্তে অন-নেট কল হিসেবে আনার সুযোগ তৈরি হবে। তবে আইপি টেলিফোনি অ্যাপের প্রসারের কারণে আন্তর্জাতিক ইনকামিং কল থেকে সরকারের আয় আরো কমবে বলে ধারণা করা হচ্ছে। বিটিআরসির হিসেব বলছে, ২০১৫ সালের মে মাসে দেশে বৈধ পথে আসা আন্তর্জাতিক কলের পরিমাণ ছিল ৩৮৩ দশমিক ২৩ কোটি মিনিট এবং গড়ে এক দিনে কল এসেছে ১২ দশমিক ৩৬ কোটি মিনিট। তবে এ বছরের নভেম্বরে আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ হ্রাস পেয়ে ১০২ কোটি মিনিটে নেমে এসেছে। প্রতিদিনের হিসাবে যা গড়ে ৩ দশমিক ৪ কোটি মিনিট। আইপি ফোন অ্যাপে গ্রাহকের পরিচয় শনাক্ত করার মাধ্যম হিসেবে গ্রাহকের মোবাইল ফোন নম্বর ব্যবহার করা হবে বলেও জানিয়েছে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস বিভাগ। এর আগে লাইসেন্স পাওয়ার জন্য ১৪টি শর্ত দেওয়া হয়েছিল কমিশনের পক্ষ থেকে যার মধ্যে অন্যতম হলো প্রতিটি প্রতিষ্ঠানকে লাইসেন্স পাওয়ার জন্য ৫ কোটি টাকা জামানত হিসেবে জমা দিতে হবে। এ ছাড়া রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য কোনোভাবে যেন অ্যাপগুলো অপব্যবহার না করা হয়, সে নিশ্চয়তাও দিতে হবে অপারেটরগুলোকে। আন্তর্জাতিক কল টার্মিনেশন আইজিডব্লিউ কিংবা আইসিএক্স অপারেটরের মাধ্যমে সম্পন্ন করা এবং যেকোনো ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিস চালুর আগে অনুমোদন নেওয়ার কথাও উল্লেখ রয়েছে এসব শর্তে। উল্লেখ্য, এর আগে ইন্টার ক্লাউড নামে আরো একটি প্রতিষ্ঠানকে আইপি ফোন অ্যাপ চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটি ব্রিলিয়ান্ট কানেক্ট নামক অ্যাপের মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীদের আইপি টেলিফোনি সেবা দিতে শুরু করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১