বাংলাদেশের খবর

আপডেট : ১৮ December ২০১৮

ফেসবুকের ত্রুটিতে ৭০ লাখ ব্যবহারকারীর ছবি ফাঁস


নতুন একটি ত্রুটির খবর দিয়ে আবারো সমালোচনার মধ্যে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। শুক্রবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, এপিআই সিস্টেমে থাকা একটি ত্রুটির কারণে প্রায় ৭০ লাখ ব্যবহারকারীর বিভিন্ন ছবি থার্ড পার্টি অ্যাপ ডেভেলপারদের কাছে চলে গিয়েছে। এমনকি যেসব ছবি ব্যবহারকারীর পোস্ট না করে ড্রাফট হিসেবে রেখেছেন, সেসব ছবিও আছে এ তালিকায়। ফেসবুক জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ ত্রুটির অস্তিত্ব ছিল।

সাধারণত অ্যাপ ডেভেলপারদের এপিআই ব্যবহারের সুযোগ দেয় ফেসবুক। একে ভিত্তি ধরে ডেভেলপাররা বিভিন্ন অ্যাপ তৈরি করে থাকেন। এর মধ্যে একটি রয়েছে ফটোজ এপিআই যার মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ব্যবহারকারীদের ছবিতে অ্যাকসেস পেয়ে থাকে। ব্যবহারকারী যদি অ্যাকসেস দিয়ে থাকে, সেক্ষেত্রে নির্দিষ্ট ওই অ্যাপ ব্যবহারকারীর ছবিতে অ্যাকসেস লাভ করে। তবে টাইমলাইনে প্রকাশ করা হয়েছে, শুধু এমন ছবিগুলোই ব্যবহারের সুযোগ পায় অ্যাপ।

নতুন এ ত্রুটির কারণে প্রায় দেড় হাজার অ্যাপ ব্যবহারকারীর সব ছবিতে অ্যাকসেস নিতে পেরেছে। অপ্রকাশিত ছবি ছাড়াও এতে স্টোরিজ এবং মার্কেটপ্লেসে প্রকাশিত ছবিও রয়েছে।

ফেসবুক দাবি করেছে, ইতোমধ্যেই এ ত্রুটির সমাধান দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১