বাংলাদেশের খবর

আপডেট : ১৭ December ২০১৮

নানা আয়োজনে পীরগঞ্জে বিজয় দিবস উদযাপন

বেলুন উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের সূচনা করছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী সংগৃহীত ছবি


রংপুর-৬, পীরগঞ্জ আসনে এবারের মহান বিজয় দিবসে উপজেলাবাসী অন্যরকম অনুভুতি, আনন্দে উদ্বেলিত হলেন। আসন্ন সংসদ নির্বাচনে এ আসনে নৌকা প্রতীকের প্রার্থী স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত থেকে বেশ জাকজমকভাবে দিবসটি পালন করেছেন। তার উপস্থিতি পীরগঞ্জবাসীকে প্রানবন্ত করেছে।

জানা গেছে, সংসদ নির্বাচনে এ আসনে বরাবরই হেভিওয়েট প্রার্থী হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ, সাবেক জাপা নেতা শাহ মোয়াজ্জেম হোসেন, সাবেক মন্ত্রী প্রয়াত মতিউর রহমান এ আসনে একাধিকবার সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন। কিন্তু তারা কখনোই উপস্থিত থেকে বিজয় দিবস পালন করতে পারেননি। পক্ষান্তরে স্পীকার এবারই বিজয় দিবসে উপস্থিত থাকায় অন্য রকম অনুভুতির সঞ্চার হলো। তিনি স্থানীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসুচীর শুভ সুচনা করেন। এরপর পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান নুর মোঃ মন্ডল, ইউএনও টিএমএ মমিন, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, ওসি সরেস চন্দ্রসহ অনেকেই বক্তব্য রাখেন।

উল্লেখ্য, সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত স্পীকার পীরগঞ্জেই থাকবেন বলে জানা গেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১