বাংলাদেশের খবর

আপডেট : ১৬ December ২০১৮

সিলেটের রাস্তায় ‘পোস্টার’ নেই! 


মাস ছয়েক আগে বৃষ্টির মৌসুমে অনুষ্ঠিত হয় সিলেট সিটি করপোরেশন নির্বাচন। স্থানীয় ওই নির্বাচনের প্রচারণায়ও হঠাৎ বৃষ্টি বাগড়া দিচ্ছিল। তবু পোস্টার সাঁটানো নিয়ে প্রার্থীদের মধ্যে দেখা গেছে তীব্র প্রতিযোগিতা। 

কিন্তু আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্পূর্ণ ভিন্ন পরিবেশ বিরাজ করছে সিলেটে। ডিসেম্বর মাস শুষ্ক মৌসুম। তবু সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ছাড়া কোথাও সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থীদের পোস্টার চোখে পড়ছে না। সিটি নির্বাচনের বিপরীতে জাতীয় নির্বাচনে পোস্টারের সংখ্যা কম দেখা যাওয়া নিয়ে বিস্মিত এখানকার ভোটাররা।  

সিলেট নগরীর আম্বরখানা বড়বাজার এলাকার ভোটার ইউসুফ আহমদ জানান, প্রতিদিন কাজের জন্য নগরীর বিভিন্ন এলাকায় যেতে হয়। কিন্তু অনেক এলাকায় কোনো পোস্টার দেখা যায় না। তবে তিনি মনে করেন, নির্বাচনী এলাকা বড় হওয়ায় এমনটা হচ্ছে। 

নগরীর মিরাবাজার এলাকার ভোটার আবদুল করিম জানান, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে যেমন আমেজ ছিল জাতীয় নির্বাচনে তেমন আমেজ পাচ্ছি না। এলাকায় এলাকায় পোস্টার নেই। কয়েকদিন পরে মনে হয় ভোটের আমেজ বাড়বে। নগরীর দক্ষিণ সুরমা এলাকার ভোটার আসাদ আহমদ জানান, দক্ষিণ সুরমার কয়েকটি পয়েন্ট ছাড়া পাড়া-মহল্লা এলাকায় পোস্টার দেখা যায় না। পোস্টার সাঁটানোর ব্যাপারে বিভিন্ন দলের নেতাকর্মীরা বলছেন, সিটি নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। সিটি নির্বাচনে পুরুষ ও নারী কাউন্সিলর প্রার্থী ছিলেন। পাশাপাশি মেয়র প্রার্থীরাও ছিলেন। নগরীর প্রতিটি মহল্লায় ছিলেন প্রার্থীরা। তাই পোস্টারের আধিক্যও ছিল। নগরীর ছাপাখানাগুলোতে গিয়েও দেখা যায় পোস্টার ছাপানোর ব্যস্ততা নেই। অংশগ্রহণকারী প্রার্থীরা প্রথম ধাপে নিজেদের পোস্টার ছাপিয়ে নিয়ে গেছেন। এছাড়া বিভিন্ন প্রার্থী ডিজিটাল ব্যানার ফেস্টুনও তৈরি করেছেন।  

প্রসঙ্গত, আসন্ন নির্বাচনে সিলেট-১ আসনের প্রার্থীরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের এ কে আবদুল মোমেন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খন্দকার আবদুল মুক্তাদির (ধানের শীষ), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা নাসির উদ্দিন (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দেওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উজ্জল রায় (কোদাল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), প্রণব জ্যোতি পাল (মই), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), ইসলামী ঐক্যজোট (আইওজে) মোহাম্মদ ফয়জুল হক (মিনার) ও বাংলাদেশ মুসলিম লীগের মো. আনোয়ার উদ্দিন বোরহানাবাদী (হারিকেন)। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১