আপডেট : ১৫ December ২০১৮
তাইওয়ান ভিত্তিক প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুসের প্রধান নির্বাহী জেরি শেন পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানটির করপোরেট কাঠামোয় পরিবর্তনকে সামনে রেখে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে আসুস। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী বছরের প্রথম দিন থেকেই দুজন ব্যক্তি প্রতিষ্ঠানটির নেতৃত্ব দেবেন। এর মধ্যে একজন হলেন স্য সু যিনি বর্তমানে প্রতিষ্ঠানটি কম্পিউটার ব্যবসার নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া অপর একজন হলেন গ্রাহক সেবায় নেতৃত্ব দেওয়া স্যামসন হু। প্রধান নির্বাহী পদটি বাদ দিয়ে সহ-প্রধান নির্বাহী পদটি চালু করা হবে আসুসে। এর বাইরে মোবাইল ব্যবসায়ও বড় পরিবর্তন আসতে পারে। স্মার্টফোন তৈরিতে গেমার এবং পাওয়ার ইউজারদের বেশি গুরুত্ব দেওয়া হতে পারে। জেরি শেন প্রায় ১১ বছর ধরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময়কালে তিনি প্যাডফোন সিরিজ, ট্রান্সফরমার সিরিজ, জেনবুক সিরিজ এবং জেনফোন সিরিজ নিয়ে কাজ করেছেন। এর বাইরে সস্তামূল্যের ইইই পিসি বাজারে আনার পেছনেও প্রধান ভূমিকা ছিল তার। আসুস ছেড়ে আসার পর তিনি আইফাস্ট নামক একটি আইওটি প্রতিষ্ঠানের নেতৃত্ব দেবেন। তবে আসুসে না থাকলেও তিনি আসুসের সঙ্গে যুক্ত থাকবেন। তার নতুন প্রতিষ্ঠানে আসুসের ৩০ শতাংশ মালিকানা রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১