বাংলাদেশের খবর

আপডেট : ১৫ December ২০১৮

নির্বাচনী প্রচারণায় ‘মিয়া ভাই’

নির্বাচনী প্রচারণায় চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক সংগৃহীত ছবি


দেশীয় চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক বৃহস্পতিবার থেকে নির্বাচনের প্রচার কাজ শুরু করেন। গতকাল শুক্রবার কচুক্ষেত বাজার, তামান্না, কচুক্ষেত পুরান বাজার, মুক্তিযোদ্ধা সড়ক, সেনাপল্লী স্কুল এলাকায় বিকাল ৩টা থেকে গণসংযোগ করবেন। এরপর ১৫ ডিসেম্বর ঢাকার ১৫ নম্বর ওয়ার্ড, ১৬ ডিসেম্বর ১৯ নম্বর ওয়ার্ড, ১৭ ডিসেম্বর ১৮ নম্বর ওয়ার্ডে পথসভা ও লিফলেট বিতরণ করবেন।

এর আগে বৃহস্পতিবার ২০ নম্বর ওয়ার্ডের মহাখালী ওয়্যারলেস গেট থেকে নির্বাচনের প্রচার কাজ শুরু করেন ফারুক। তারপর টিভি গেট, স্টাফ কোয়ার্টার এলাকায় পথসভা ও লিফলেট বিতরণ করেন তিনি। প্রিয় নায়ককে কাছে পেয়ে অনেক ভক্তই একটি বার ছুঁয়ে দেখার ইচ্ছা পোষণ করেছে। ফারুকও যথাসাধ্য চেষ্টা করছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন ফারুক। ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১