আপডেট : ১৪ December ২০১৮
‘শেষ ভালো যার’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন মুমতাহিনা চৌধুরী টয়া। বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নাটকটি নির্মাণ করেছেন রাকেশ বসু। এ নাটকে আরো অভিনয় করেছেন অপূর্ব ও নাঈম। নির্মাতা জানান, এটাই অপূর্ব, নাঈম ও টয়ার বিটিভিতে প্রথম নাটক। চলতি বছর ২৪ অক্টোবর থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ হয়েছে নাটকটির। এরই মধ্যে নাটকের তৃতীয় লটের চিত্রায়ণ সম্পন্ন হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে জীবনে সম্পর্কের নানা সমীকরণ। বোধসম্পন্ন মানুষ চেষ্টা করে ক্ষণিকের এই পৃথিবীতে সবার সঙ্গে আনন্দে সময় কাটানোর। কিন্তু সম্পর্কের সমীকরণে সেই চেষ্টা সব সময় সফল হয় না। তেমনই কিছু সম্পর্ক এবং তার সমীকরণ তুলে ধরা হয়েছে এ নাটকে। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন জুনায়েদ হোসেন। এতে আরো অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, ওয়াহিদা মল্লিক জলি, আল মামুন, শতাব্দী ওয়াদুদ, তানিন তানহা, সাঈদ বাবু, রোমানা স্বর্ণা প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজার রহমান। ১৮ ডিসেম্বর থেকে সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১