বাংলাদেশের খবর

আপডেট : ১৩ December ২০১৮

বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট আব্দুল গণি আর নেই


দৈনিক যুগান্তরের পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি গোলাম কবির বিলুর চাচা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল গণি মারা গেছেন। তিনি একই সাথে ঢাকাস্থ পীরগঞ্জ (রংপুর) সমিতি ঢাকার সন্মানীত সদস্য ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮ টায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা তার গ্রামের বাড়ি পীরগঞ্জের ধনশালা গ্রামে তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে ঢাকা সিএমএইচ জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং মিরপুর-১০ এ দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১