আপডেট : ১৩ December ২০১৮
বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপি প্রার্থীর ধানের শীষের পোস্টারে ও আওয়ামী লীগ প্রার্থীর নৌকার প্রচার-মাইকে আগুন দেওয়ার পৃথক ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যার পর উপজেলার হাসনাপাড়া বাজারে ও কালিতলা বেড়িবাঁধে পৃথক ঘটনা দুটি ঘটে। পৃথক ঘটনায় উভয় দলের নেতাকর্মী সহ সাধারণ লোকজন আতঙ্কের মধ্যে রয়েছে। জানা গেছে, গতকাল বুধবার আনুমানিক সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার হাটশেরপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে রাখা ধানের শীষের পোস্টার সহ হাসনাপাড়া বাজারে লাগানো পোস্টার আগুন দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপেজলার কালিতলা বেঁড়িবাঁধে সরকার পাড়া এলাকায় ভ্যান চালকের চোখ বেঁধে মুখোশ পরা একটি চক্র মহাজোট মোননীত প্রার্থীর নৌকা প্রতীকের প্রচার মাইকে আগুন দিয়ে পালিয়ে যায়। এর প্রতিবাদে ওদিন রাতেই সারিয়াকান্দি উপজেলা ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। হাটফুলবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শাহীন রেজা জানান, হাটফুলবাড়ি ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক এফাজ উদ্দিন ও বাবুলের নেত্রীত্বে প্রায় ৪০জন লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র সহ আতঙ্ক সৃষ্টি করে সন্ধ্যা সোয়া ৬টার দিকে হাসনাপাড়া বাজারে লাগানো ধানের শীষের পোস্টার সবগুলো আওয়ামী লীগ নেতাকর্মীরা খুলে নেয়। এরপর হাসনাপাড়া বাজারের পার্শ্বে সড়কে রেখে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে আমরা সহ স্থানীয় লোকজন আতঙ্কের মধ্যে আছি। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বলেন, হাটশেরপুর এলাকায় ‘ধানের শীষের পোস্টারে আগুন দেওয়ার ঘটনার খবর কেউ থানায় জানায়নি। তবে নৌকা মার্কার প্রচার মাইকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১